গুঞ্জন সত্যি হলো, কাদেরই আ.লীগের সাধারণ সম্পাদক
সকল
গুঞ্জন সত্যি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন ওবায়দুল
কাদের। আগামী তিন বছরের জন্য তিনি নির্বাচিত হলেন। এর আগে গত কয়েকদিন ধরেই
কে হচ্ছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সেক্রেটারি তা নিয়ে চলছিল জল্পনা-কল্পনা।
আজ রোববার বিকেলে এল সেই প্রতিক্ষিত ঘোষণা। নোয়াখালীর প্রত্যন্ত উপজেলা কোম্পানীগঞ্জের গর্বিত সন্তান, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সফল সভাপতি, তৃণমূলের ব্যাপক জনপ্রিয় ও পরীক্ষিত নেতা ওবায়দুল কাদের আজ বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। নিজের যোগ্যতা এবং দলীয় প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন হিসেবেই তিনি এই পদে এসেছেন বলে অভিমত রাজনৈতিক বিশ্লেষকদের।
রোববার ক্ষমতাসীন দলটির কাউন্সিল অধিবেশনের শেষ পর্বে সভাপতি পদে শেখ হাসিনা সভাপতি পদে পুনর্নির্বাচিত হওয়ার পর সাধারণ সম্পাদক পদেও নির্বাচন হয়।
দুটি পদে আরও কোনো নাম প্রস্তাব না আসায় কাউন্সিলের জন্য গঠিত আওয়ামী লীগের নির্বাচন কমিশনের প্রধান ইউসুফ হোসেন হুমায়ুন শেখ হাসিনা এবং ওবায়দুল কাদেরকে নির্বাচিত ঘোষণা করেন।
এর আগে আজ ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনে আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের দ্বিতীয় দিনের কার্যক্রমে নেতৃত্ব নির্বাচনের অধিবেশনে বিদায়ী সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসালাম এবং ওবায়দুল কাদের একই সঙ্গে প্রবেশ করেন। কাউন্সিলের এক পর্যায়ে ক্যামেরাবন্দিও হন দলের বিদায়ী সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সদ্য নির্বাচিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
Post a Comment
Thenks for your comments.