Halloween Costume ideas 2015

Behiond The Seen of Bangladesh

দর্শকদের জন্য ফের চমক নিয়ে আসছেন বিপাশা

লাক্স তারকা হিসেবে মিডিয়াতে পা রাখেন হালের দর্শকপ্রিয় অভিনেত্রী বিপাশা কবির। আইটেমকন্যা হিসাবে বেশ সুনাম অর্জন করেন মিডিয়া পাড়া থেকে। এবার চলচ্চিত্রে ফের দর্শকদের জন্য চমক নিয়ে আসছেন বিপাশা কবির। ‘খাস জমিন’ শিরোনামের নতুন ছবিতে বিপাশাকে দেখা যাবে নতুন রুপে।

সারোয়ার হোসেনের পরিচালনায় ছবিটিতে বিপাশার বিপরীতে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা সাইমন সাদিক। বর্তমানে গাজীপুরের হোতাপাড়ায় ‘খাস জমিন’র শুটিং চলছে। গেলো রোজার ঈদে মুক্তি পাওয়া বিপাশার প্রথম অভিনীত ‘গুণ্ডামি’ ছবিটি দর্শক মহলে বেশ সাড়া জাগায়।

দ্বিতীয় ছবির প্রসঙ্গে বিপাশা বলেন, ‘ছবিটির গল্পটা একটু ভিন্ন ধরণের। এতে আমার চবিত্রের নাম রুপা। টানা কয়েকদিন ধরে এখানে কাজ করছি। ছবির গল্পটা জমিজমা নিয়ে। এখানে ভূমিদস্যুদের আধিপত্য ছাড়াও গরীব ভূমিহীন মানুষের গল্পও ফুটে উঠবে। গল্পে টানটান উত্তেজনার একটা বিষয় রয়েছে। যার জন্য কাজ করে অনেক আনন্দ পাচ্ছি। আশা করি দর্শকদেরও ভালো লাগবে।’

শেখ ডেভিডের চিত্রনাট্যে ‘খাস জমিন’ ছবিটি প্রযোজনা করছেন ইয়নলিয়ন ইন্টারন্যাশনাল মুভিজ। ছবিটিতে একটি গুরুত্বপুর্ণ চরিত্রে অভিনয় করছেন কাজী হায়াৎ।

টানা শুটিং শেষে নতুন জায়গায় গানের শুটিং হবে বলে জানিয়েছেন অভিনেত্রী বিপাশা কবির।

Post a Comment

Thenks for your comments.

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget