দুই ছেলের লাশ উদ্ধার : বাবা আটক
সিলেট ব্যুরো: জেলায় ওসমানীনগরের দয়ামীর ইউপির চিন্তামনি গ্রামে গত সোমবার নৃশংসভাবে খুন হওয়া দুই শিশুর দাফন সম্পন্ন হয়েছে। চিন্তামনি গ্রামের কবরস্থানে গতকাল মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে জানাজা শেষে তাদের দাফন করা হয়।
আজ বুধবার সকালে চিন্তামণি গ্রাম থেকে দুই ছেলের লাশ উদ্ধারের ঘটনায় তাদের বাবাকে আটক করে পুলিশ। আটক বাবার নাম ছাবিত আলী।এ জোড়া খুনের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পর থেকে শিশুদের বাবা ছাতির আলী পলাতক।
নিহত শিশুদের স্বজনরা জানিয়েছেন, ছাতির আলী মানসিক রোগী ছিলেন। লাশ উদ্ধারের পর থেকে ছাতির আলীকে আটকের চেষ্টা চালিয়ে গেলেও গতকাল বিকাল পর্যন্ত তাকে আটক করতে সক্ষম হয়নি পুলিশ। এছাড়া জোড়া খুনের ঘটনায় গতকাল সন্ধ্যা পর্যন্ত মামলা দায়ের হয়নি।
মা নুরবী বেগম কান্না জড়িত কণ্ঠে বলেন, মাছ ধরার কথা বলে আমার দুই ছেলেকে বাড়ি থেকে নিয়ে হত্যা করেছে আমার স্বামী। আমি এ নৃশংস ঘটনার বিচার চাই।
নিহত দুই শিশুর পরিবার ও এলাকাবাসীর ভাষ্য, সোমবার দুপুরের দিকে দুই ছেলে মোমিন ও রুজেলকে নিয়ে মাছ ধরতে যান ছাবিত আলী। দুপুরের পর বাড়িতে এক দফা মাছ দিয়ে যায় মোমিন। সে তখন মাকে জানায়, তারা বাবার সঙ্গেই আছে। সন্ধ্যার পরও তারা বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি করতে গিয়ে রাত সাড়ে ৮টার দিকে গ্রামের ডোবায় মেলে মোমিন-রুজেলের লাশ।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল আউয়াল চৌধুরীর ভাষ্য, ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ছাবিত আলীর মাধ্যমে এই ঘটনার রহস্য উদ্ঘাটন করা যাবে।
Post a Comment
Thenks for your comments.