Halloween Costume ideas 2015

Behiond The Seen of Bangladesh

ঢাবির ‘খ’ ইউনিটের দ্বিতীয় দফায় সাক্ষাৎকার রোববার


ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদভূক্ত ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ‘খ’ ইউনিটের দ্বিতীয় দফায় সাক্ষাৎকার আগামী ৩০ অক্টোবর, রোববার অনুষ্ঠিত হবে। 

আজ বুধবার ‘খ’ ইউনিট ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. বেগম আকতার কামাল এ তথ্য জানান।

তিনি বলেন, আগামী ৩০ অক্টোবর, রোবরাব সকাল সাড়ে ৯টা থেকে ২৫০১ থেকে ৩২০০তম মেধাক্রম শিক্ষার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। আর বিকেল ৩টা থেকে ৩২০১ থেকে ৩৮০০ মেধাক্রম প্রার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। 

এ ইউনিটের অধীনে ইংরেজি, তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা, ভাষাবিজ্ঞান, গণযোগাযোগ ও সাংবাদিকতা, শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন, উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ, পপুলেশন সায়েন্সেস, ক্রিমিনোলজি, ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজ এবং আধুনিক ভাষা ইনস্টিটিউটের ইংলিশ ফর স্পিকারর্স অব আদার ল্যাংগুয়েজ (ইএসওএল), ফ্রেন্স অ্যাজ অ্যা ফরেন ল্যাংগুয়েজ (এফএফএল), চাইনিজ অ্যাজ অ্যা ফরেন ল্যাংগুয়েজ (সিএফএল) ও জাপানিজ অ্যাজ অ্যা ফরেন ল্যাংগুয়েজ (জেএফএল) বিষয়ে আসন এখনো খালি রয়েছে। 

Post a Comment

Thenks for your comments.

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget