Halloween Costume ideas 2015

Behiond The Seen of Bangladesh

কৃষক মোক্তাদির হত্যাকাণ্ডের ঘটনায় ৫ জনের মৃতুদণ্ড

কৃষক মোক্তাদির হত্যাকাণ্ডের ঘটনায় ৫ জনের মৃতুদণ্ড


মঙ্গলবার অক্টোবর ২৫, ২০১৬


হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বোয়ালজুর দীঘলবাক গ্রামের আলোচিত মোক্তাদির আলী হত্যাকাণ্ডের ঘটনায় ৫ জনের মৃতুদণ্ড দিয়েছেন আদালত। উক্ত মামলায় আরো ২৭ জনের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাফরোজা পারভীন এ রায় দেন।  এ সময় আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আনিছ ও ফরাসসহ ১৫ জন আসামি হাজির ছিলেন। বাকি ১৭ জন পলাতক আসামি পলাতক রয়েছে, যার মধ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন জন আসামি।

আদালত সূত্রে জানা যায়, ২০০২ সালের ২০ ফেব্রুয়ারি দুপুরে নবীগঞ্জ উপজেলার দিঘলবাগ ইউনিয়নের বোয়ালজুর গ্রামের মোক্তাদির আলীর জমির ধান খায় একই গ্রামের নূর ইসলামের গরু। এ সময় প্রতিবাদ করলে নূর ইসলামসহ তার দলের লোকজন হামলা চালিয়ে তাকে হত্যা করে।

এ ঘটনায় মোক্তাদিরের ভাই মসাহিদ আলী বাদি হয়ে ৪০ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ ৩৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। ১৬ জন সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক এ রায় দেন।

আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট ছালেহ আহমেদ জানান, এটি একটি চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের মামলা ছিল। এই মামলায় কোনো আসামি রেহাই পায়নি। এই রায়ের ফলে ন্যায় বিচার নিশ্চিত হল।

Post a Comment

Thenks for your comments.

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget