Halloween Costume ideas 2015

Behiond The Seen of Bangladesh

'বাংলাদেশের কাছে হার যন্ত্রণাদায়ক, এখনও পীড়া দেয়'

পাঁচ ম্যাচের সিরিজ খেলতে বর্তমানে ভারতে অবস্থান করছে ইংল্যান্ড ক্রিকেট দল। ঢাকা টেস্টের হার এখনো ভুলতে পারেননি ইংলিশ ব্যাটসম্যান জো রুট। তবে ভারতে আসন্ন টেস্ট সিরিজে তার দল ভালো খেলবে বলে জানান রুট। 

হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর বাংলাদেশের বিপক্ষে তিন ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতলেও, দুই ম্যাচের টেস্ট সিরিজটি আর জিততে পারেনি ইংল্যান্ড। চট্টগ্রাম টেস্ট ২২ রানে জিতলেও, ঢাকা টেস্ট ১০৮ রানের বড় ব্যবধানে হেরে সিরিজ ১-১ সমতায় শেষ করে ইংলিশরা। এতে ইংল্যান্ড দলকে নিয়ে সমালোচনায় মেতে উঠেন সমালোচকরা। সেই সমালোচনা আরও বড় আকার ধারন করে, ভারত সফরটি আসন্ন হওয়ায়।

তিনি বলেন, "বাংলাদেশের কাছে অমন হার যন্ত্রণাদায়ক। তবে ভারতের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে ইংল্যান্ড ভালো খেলবে।"

তবে সমালোচকদের ভাষ্য, "আসন্ন ভারত সফরে হোয়াইটওয়াশ হবে ইংল্যান্ড। আসন্ন ভারত সফরে নাকানি-চুবানি খাবে ইংলিশরা।" এমন সব ভবিষ্যৎবাণী শুধুমাত্র সমালোচকরাই করেননি, করেছেন ইংল্যান্ডের অনেক সাবেক অধিনায়ক মাইকেল ভন ও নাসের হুসেইনও।

তবে এমন সমালোচনাকে ভালোভাবেই আমলে নিচ্ছেন ইংল্যান্ডের তারকা ব্যাটসম্যান রুট। কারণ সমালোচকদের পাক্কা জবাব দিতে চান তিনি, "দল হিসেবে ভারত ভয়ংকর। তবে এটি নিয়ে আমরা ভয় পাচ্ছি না। আমরা সবাইকে দেখিয়ে দিতে যাই- আমরা ভালো খেলতে পারি। ভারতের মাটিতে ভালো খেলা আমাদের পক্ষে সম্ভব।"

বেলিসের বক্তব্য থেকেও বুঝা যায়- রুটের মত বাংলাদেশ সফরে ঢাকা টেস্টের হার এখনও পীড়া দেয় বেলিসকেও। সেই পীড়া ভারত সফরে আরও বেড়ে গেলে কি অবস্থা হবে ১৩৯ বছর ধরে টেস্ট খেলা ইংল্যান্ড দলের, তা সময়ই বলে দিবে।

Post a Comment

Thenks for your comments.

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget